মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৮:৫৮ পূর্বাহ্ন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর ভ্রাম্যমান ট্রাকসেল
কার্যক্রমে নিত্য প্রয়োজনী পণ্য বিক্রি হচ্ছে। এসব পণ্য ক্রয় করতে সাধারণ মানুষের নানা ভোগান্তি দেখা দিয়েছে। ২০ কেজি পেঁয়াজ না ক্রয় করলে অন্যান্য পণ্য দেয়া হয় না।
জানা যায়, সাধারণ মানুষ কম দামে নিত্যদ্রব্য ক্রয় করতে পারে সেজন্য সরকার ডিলারেরর মাধ্যমে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর ভ্রাম্যমান ট্রাকসেল কার্যক্রম চালু করে। বর্তমান বাজার মূল্য থেকে ১০/১৫ টাকা কম দামে এসব পণ্য ক্রয় করা যায়। চিনি প্রতি কেজি বাজারে ৬০ থেকে ৬৫ টাকা। ডিলার বিক্রি করেন ৫০ টাকা। তেল ৫ লিটার বাজার মূল্য ৫১৫ থেকে ৫২০ টাকা। ডিলার বিক্রি করেন ৪০০ টাকা। মুসুরী ডাল বাজার মূল্য ৬০ থেকে ৭০ টাকা। ডিলারের মাধ্যমে ক্রয় করলে ৫০ টাকা। পেঁয়াজ প্রতি কেজি বাজার মূল্য ৩০/৩৫ টাকা। ডিলার বিক্রি করেন ২০ টাকা।
সোমবার (১৪ ডিসেম্বর) মৌলভীবাজার কোর্ট রোডে ট্রাক গাড়ীর সম্মুখে ব্যানারে ন্যায্য মূল্য দেখে অনেক সাধারণ ক্রেতা ছুটে আসেন নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ক্রয় করতে। কিন্তু এখানে এসে পড়তে হয় নানা বিপাকে। প্রতি ক্রেতা ক্রয় করতে হয় ২০ কেজি পেঁয়াজ, না হলে ডাল, তেল পাওয়া যাবে না। ক্রেতারা জানান,
স্বল্প আয়ের সাধারণ মানুষ ২০ কেজি পেয়াজ নিয়ে কি করবেন। অনেক ব্যবসায়ীরা সিন্ডিকেট করে তা নিয়ে নিচ্ছেন।
এ ব্যাপারে মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানান, এটি কোন মতেই কাম্য নয়। বিষয়টি তদাকরি করা হচ্ছে।