বুধবার, ১৪ মে ২০২৫, ০৫:৫৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, সিলেট: সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে বোমা হামলার মামলায় নিষিদ্ধ সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) নেতা মাওলানা আব্দুল আজিজ ওরফে হানিফকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (১৩ ডিসেম্বর) দুপুরে সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোমিনুন্নেসা এ রায় ঘোষণা করেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) অমূল্য কুমার চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কদমতলীতে কেন্দ্রীয় বাস টার্মিনালে বোমা হামলার ঘটনায় আব্দুল আজিজকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।’
উল্লেখ্য, ২০০৫ সালের ১৭ আগস্ট সিলেটের আদালতপাড়াসহ ১৩টি স্থানে পৃথক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব বোমা হামলার ঘটনায় বিশেষ ক্ষমতায় বিস্ফোরক আইনে পৃথক মামলা করে পুলিশ। এরমধ্যে কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় হামলার ঘটনায় দায়েরকৃত বিশেষ ক্ষমতা আইনের মামলার চার্জগঠন হয় ২০১৪ সালের ২৭ মে।