• Youtube
  • English Version
  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

বঙ্গবন্ধু হলেন স্বাধীনতার বিমূর্ত প্রতীক

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলেন আমাদের অস্থিত্ব এবং স্বাধীনতার বিমূর্ত প্রতীক। আমাদেরকে জাতির পিতার অনুভূতি হৃদয়ে ধারন করতে হবে। আমরা জাতির পিতার সামান্য অসম্মান করতে দিব না। কেউ যদি সামান্য অসম্মানের চেষ্টা করে তাহলে আমরা এর দাতভাঙ্গা জবাব দিব।

শনিবার সকালে হবিগঞ্জ শহরের কালেক্টরেট প্রাঙ্গনে স্থাপিত মঞ্চ ও প্যান্ডেল তাই কানায় কানায় ভরে যায়। অনেক সরকারী কর্মকর্তা ও কর্মচারীদেরকে দাড়িয়ে থেকে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেখা গেছে। শুধু জেলা শহরেই নয়। জেলার ৯টি উপজেলায়ও শনিবার ছিল একই চিত্র।
সরকারী কর্মকর্তা-কর্মচারীরা স্বতস্পূর্তভাবে অংশ নেন জাতির পিতা বঙ্গবন্ধুৃ শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদ সমাবেশে।
জেলার সকল সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের আয়োজনে এই প্রতিবাদ কর্মসূচির নাম ছিল “জাতির পিতার সম্মান, রাখব মোরা অ¤øান”।
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ এস এম নাসিম রেজা, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক জিয়া উদ্দিন মাহমুদ, হালিম উল্ল্যা চৌধুরী, সুদীপ্ত দাস, সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম, সরকারী বৃন্দাবন কলেজের অধ্যক্ষ দেওয়ান জামাল উদ্দিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ