মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে মমতা রানী সরকার নামের এক ব্রাক নিহত হয়েছে। এ ঘটনায় গুরুত্বর আহত ব্রাক কর্মী স্বামী মুহিত কুমার সরকারকে হবিগঞ্জ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) বেলা ১টার দিকে উপজেলার ঢাকা সিলেট পুরাতন মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ট্রাকের নিচ থেকে দুই মোটর সাইকেল আরোহীকে উদ্ধার করে।
নিহত মমতা রানী সরকার কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার মুহিত কুমার সরকারের স্ত্রী।
জানা যায়, কিশোরগঞ্জের নিজ বাড়ি থেকে স্বামী স্ত্রী মোটরসাইকেল যোগে শ্রীমঙ্গলের বাসায় যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলার রশিদপুর গ্যাস ফিল্ডের সামনে পৌছলে মিরপুর গামী একটি ট্রাকের সাথে সংঘর্ষ বাধলে ঘটনাস্থলেই ব্রাক কর্মী নিহত হয়েছেন।
এ ঘটনায় গুরুত্বর আহত মুহিত কুমার সরকারকে হবিগঞ্জ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
তারা ব্রাকের কমলগঞ্জ শাখায় কর্মরত।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ট্রাকের ভিতর থেকে তাদের উদ্ধার করে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি খালেদ মাহমুদ খান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।