• Youtube
  • English Version
  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১২:৫৮ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

নবীগঞ্জে বাস সিএনজি সংঘর্ষে নিহত ৮

  • সংবাদ প্রকাশের সময়: সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০

এম এ মুহিত, নবীগঞ্জ(হবিগঞ্জ): হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ফুলতলী বাজারস্থ মুশকিল আহসান মাজার নামকস্থানে বিআরটিসি বাসের সাথে সিএনজির (অটোরিকশা) মুখোমুখি সংঘর্ষে নারী, শিশুসহ আটজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এঘটনায় বিআরটিসি বাস উল্টে খাদে পড়ে যায়। এসময় অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন।

সোমবার (৬ ডিসেম্বর) বিকাল পৌনে ৫ টার দিকে ঢাকা-সিলট মহাসড়কে এদুর্ঘটনাটি ঘটেছে।

নিহতদের মধ্যে উপজেলার মুরাউড়া গ্রামের আবু তাহেরের স্ত্রী সবিরুন (৩৫), তাদের শিশু কন্যা মারিয়া (২), আবু তাহেরের ছোট ভাইয়ের স্ত্রী ছালিমা আক্তার (২৫), অন্তর মিয়া (১৮), সিএনজি চালক উপজেলার লতিফপুর গ্রামের কিতাব আলী (২২), সাতাইহাল গ্রামের লিজা আক্তার (১৭), সাতাইহাল গ্রামের ছুরত আলীর পুত্র লিটন মিয়া (৩০) ও অজ্ঞাত পুরুষ (২৮)।

আহতদের উদ্ধার করে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাদের নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, সিলেটগামী বিআরটিসি বাস ও স্থানীয় বাজার পানিউমদাগামী সিএনজি উপজেলার উল্লেখিত স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে আরো একটি সিএনজিকে চাকার সঙ্গে মিশিয়ে রাস্তার নিচে পড়ে যায়। এতে দুই সিএনজিতে থাকা চালকসহ আটজন ঘটনাস্থলেই মারা যান। নিহতদের মধ্যে অজ্ঞাত পুরুষকে ধারণা করা হচ্ছে বাস যাত্রী।

খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ, নবীগঞ্জ থানা পুলিশ, শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌছে হতাহতের উদ্ধার করে। এঘটনার সঙ্গে সঙ্গে ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় এক ঘন্টা যানচলাচল বন্ধ ছিল।

শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনর্চাজ(ওসি) এরশাদুল হক ভুইয়া নিহতদের বিষয়টি নিশ্চিত করে বলেন, সিলেটগামী বিআরটিসির একটি বাস উল্লেখিত স্থানে পৌছলে একটি সিএনজিকে (অটোরিকশা) চাপা দেয়। অটোরিকশাটি বাসের নীচে ঢুকে পড়ে। এসময় আরেক সিএনজিও বাসের চাপায় রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নারী পুরুষ শিশুসহ ৮ জন মারা যান। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ