করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

সিলেট রুটে ৪ আন্তঃনগর ট্রেনের যাত্রা বাতিল

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০

করাঙ্গীনিউজ: হবিগঞ্জে মাধবপুর উপজেলার শাহজিবাজার রেলস্টেশন এলাকায় তেলবাহি ট্রেনের ইঞ্জিনসহ ৪ বগি লাইনচ্যুতের ঘটনায় সিলেট রুটের চারটি আন্তঃনগর ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। ফলে যাত্রীরা গন্তব্য পৌছাতে না পেরে পড়েছেন সীমাহীন দুর্ভোগে।

রোববার রাত ৮টায় শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের সহকারি স্টেশন মাষ্টার মুশফিক হোসেন এতথ্য নিশ্চিত করে বলেন, ট্রেনের যাত্রা বাতিলের লিখিত নোটিশ না পেলেও মৌখিকভাবে জানানো হয়েছে।

তিনি আরো জানান- যেসকল যাত্রী শায়েস্তাগঞ্জ থেকে চট্টগ্রাম ও ঢাকা যাবার জন্য অগ্রীম টিকেট সংগ্রহ করেছিলেন তারা সংশ্লিষ্ট কাউন্টারে টিকেট ফেরত দিয়ে টাকা বুঝে নিবেন।

এর আগে দুপুর ১২টার দিকে আখাউড়া থেকে ছেড়ে আসা সিলেটগামী তেলবাহি ট্রেনটির ইঞ্জিনসহ চারটি বগি দুঘর্টনার শিকার হয়।এতে দুই বগি উল্টে যায় এবং দুইটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।

যাত্রা বাতিল হওয়া ট্রেনগুলো হলো- সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রাম গামী পাহাড়িকা, ঢাকাগামী পারাবত এক্সপ্রেস এবং চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা ও ঢাকা থেকে ছেড়ে আসা জয়েন্তিকা এক্সপ্রেস।

এদিকে উপসহকারি প্রকৌশলী(পথ) মোঃ সাইফুল ইসলাম জানান- দুঘর্টনাস্থলে তেলবাহি ট্রেনটির বগি উদ্ধার কাজ চলছে। রাতের মধ্যেই ৩নং লুব লাইন দিয়ে ট্রেন চলাচলের চেষ্টা চলছে। তবে দুঘর্টনায় ক্ষতিগ্রস্ত লাইন মেরামতে ২-৩ দিন সময় লাগবে।

 

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ