করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

ওসমানীনগরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০

ওসমানীনগর(সিলেট)প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার উপজেলার তাজপুর মঙ্গল চন্ডি নিশি কান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান মেলা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

সোমবার (৩০ নভেম্বর) সকালে উপজেলার বিভিন্ন কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্ভাবিত প্রজেক্ট ও সরঞ্জাম নিয়ে উদ্ভোধন করা হয় বিজঞান মেলার। বিকেলে শুরু হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার চক্রবর্তীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার(ভূমি) আফসানা তাসলিম, ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান, সিনিয়র সহ-সভাপতি আবদাল মিয়া, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল, গোয়ালাবাজার সরকারি আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদ ও মঙ্গল চন্ডি নিশি কান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদ হাসান।

আলোচনা সভা শেষে তাজপুর মোহাম্মদ নূর মিয়া বালিকা বিদ্যালয়ের স্টলকে প্রথম, ঙ্গল চন্ডি নিশি কান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়কে দ্বিতীয়, গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের স্টলকে তৃতীয় পুরস্কার প্রদান করা হয়। কলেজ পর্যায়ে তাজপুর ডিগ্রি কলেজকে প্রথম ও গোয়ালাবাজার সরকারি আদর্শ মহিলা ডিগ্রি কলেজের স্টলকে দ্বিতীয় পুরস্কার প্রদান করা হয়। এ ছাড়াও মেলাও মেলায় অংশ গ্রহনকারী সকল শিক্ষা প্রতিষ্ঠানের স্টলকে শান্তনা পুরস্কার প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ