শনিবার, ১০ মে ২০২৫, ০১:৪৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকার জন্য ভাতিজার হাতে চাচা নিহত হয়েছেন।
সোমবার (৩০ নভেম্বর) রাতে জেলা শহরের পূর্বমেড্ডা এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত আব্দুল মালেক (৮০) ওই এলাকার মৃত কাসেম আলীর ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ৩ বছর আগে আব্দুল মালেকের ছেলে শরীফ তার চাচাতো ভাই মনিরের কাছ থেকে ব্যবসার জন্য সুদে ১ লাখ টাকা নেয়।
পরবর্তীতে শরীফ প্রতিমাসে মনিরকে সুদ বাবদ দশ হাজার টাকা করে দিয়ে আসছিল। মঙ্গলবার সুদের বাকি বিশ হাজার টাকা দেওয়ার তারিখ ছিল।
কিন্তু সোমবার রাতেই মনির ৩-৪ জন লোক সাথে নিয়ে শরীফের বাবা আব্দুল মালেককে মারধর করে।
পরে পরিবারের লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ (অপারেশন) ইশতিয়াক আহমেদ জানান, হত্যার ঘটনায় মূল অভিযুক্ত মনিরসহ দুইজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।