করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

কমলগঞ্জে চশমাপরা হনুমান উদ্ধার

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ২৯ নভেম্বর, ২০২০

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের ভাসানীগাঁও গ্রামে লোকালয়ে বেরিয়ে আসা বিরল প্রজাতির ‘চশমাপরা হনুমান’ (বানর) উদ্ধার করেছে লাউয়াছড়া বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় খবর পেয়ে চমশাপরা হনুমানটি উদ্ধার করা হয়।

স্থানীয় গ্রামের সিরাজ মিয়া শুক্রবার বিকালে হনুমানটি দেখে আটক করে দড়ি দিয়ে বেঁধে রাখেন।

জানা যায়, উপজেলার মাধবপুর ইউনিয়নের ভাসানীগাঁও গ্রামে সিরাজ মিয়া শুক্রবার বিকালে লোকালয়ে বেরিয়ে আসা একটি বিরল চশমাপরা হনুমান নিজ বাড়ির পাশে দেখতে পান। লোকজনের সহযোগিতায় চশমা পরা হনুমানটিকে আটক করে বাড়িতে দড়ি দিয়ে বেঁধে রাখেন।

শনিবার সন্ধ্যায় খবর পেয়ে শ্রীমঙ্গলস্থ লাউয়াছড়া বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লোকজন ভাসানীগাঁও থেকে চশমাপরা হনুমানটি উদ্ধার করে।

লাউয়াছড়া বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোতালিব আলী বলেন, আটক চশমাপরা হনুমানটিকে উদ্ধার করা হয়েছে। সেটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ