• Youtube
  • English Version
  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৬:৫১ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

চুনারুঘাটে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ১০ নভেম্বর, ২০১৮

 

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :
বর্তমান সরকারের অামলে কৃষিতে স্মরণকালের সেরা উন্নতি হয়েছে। এ উন্নয়নের ধারাবাহিকতায় হবিগঞ্জের চুনারুঘাটে রবি মৌসুমে প্রান্তিক ও ক্ষুদ্র চাষীদের মাঝে ভুট্টা-সরিষা এবং বোরো ধান সহ বিনামূল্যে বীজ ও রসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকাল ১১টায় চুনারুঘাট উপজেলার বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহীদ অডিটোরিয়ামে এ উপলক্ষে প্রথমে অালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন ইকবাল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ অাবু তাহের।

উপ-সহকারি কৃষি কর্মকর্তা সৈয়দ সাইদুর রহমানের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অালহাজ্ব লুৎফুর রহমান মহালদার, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জালাল উদ্দিন সরকার, উপজেলা অাওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক অানিছ উল্লাহ, উপজেলা কৃষকলীগের সভাপতি শাহ জাহান চৌধুরী, গাজীপুর ইউপি যুবলীগের সেক্রেটারী জহিরুল ইসলাম সহ আরো অনেকে।

সভায় প্রধান অতিথি অাবু তাহের বলেন, বিএনপি সরকারের অামলে কৃষকরা সারের পিছনে ঘুরতো। বর্তমানে শেখ হাসিনা সরকারের উন্নয়নের জোয়ারে সার কৃষকের ঘরে পৌঁছে।

আলোচনা সভা শেষে ২৭৫জন কৃষকদের মাঝে বিনামূল্যে ভুট্টা-সরিষা, বোরো ধানবীজ সহ রসায়নিক সার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ