করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

আজমিরীগঞ্জে ‘নকল’ পিস্তল ঠেকিয়ে ডাকাতি: আটক ২

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ২৯ নভেম্বর, ২০২০

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জের আজমিরীগঞ্জে খেলনা পিস্তল দিয়ে ডাকাতিকালে দুই ডাকাতকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি খেলানা পিস্তল, একটি ছুড়ি ও ২৬ হাজার আড়াইশ’ টাকা উদ্ধার করা হয়।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে আজমিরীগঞ্জের নয়ানগর সংলগ্ন এলাকায় নৌকায় ডাকাতিকালে স্থানীয় কৃষকরা তাকে আটক করে পুলিশে দেয়।

আটককৃতরা হলো নেত্রকোণা জেলার খালিয়াজুড়ি উপজেলার পাঁচহাট গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে আলী ইসলাম এবং কিশোরগঞ্জ জেলার মিটামইন উপজেলার খৈশর গ্রামের আস্কর আলীর ছেলে মোশাররফ।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার জানান, দীর্ঘদিন ধরে আলী ইসলাম ভাটি এলাকার মানুষকে বিভিন্ন ব্যবসার প্রলোভন দেখিয়ে মাঝ নদীতে নিয়ে ডাকাতি করে। শনিবারও ইটনা উপজেলার কমলভোগ গ্রামের সাইফুল ইসলাম নামে এক ব্যক্তিকে কৃষি কাজে ব্যবহৃত বিভিন্ন মেশিনারীজ বিক্রির প্রস্তাব দেয় আলী। এ সময় আলী ইসলাম নৌকাযোগে সাইফুল ইসলামকে নিয়ে আজমিরীগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। এ সময় পুর্ব থেকে ওঁৎ পেতে থাকা আলী ইসলামে আরও ৩ সহযোগ নৌকায় উঠে।

পথিমধ্যে আজমিরীগঞ্জ উপজেলার নয়ানগর এলাকায় পৌঁছামাত্র আলী ইসলাম ও তার সহযোগিরা সাইফুলের কাছে টাকা দাবী করে। সাইফুল ইসলাম টাকা দিতে না চাইলে আলী ইসলাম সাইফুলের কপালে পিস্তল ঠেকিয়ে প্রাণে হত্যার হুমকি দেয়। এ সময় আলীর অপর দুই সহযোগী সাইফুলের গলায় চাকু ঠেকিয়ে তার সাথে থাকা ৮৫ হাজার ৫শ’ টাকা ছিনিয়ে নেয়। এক পর্যায়ে ডাকাত আলী এবং তার সহযোগীরা সাইফুলকে নৌকা থেকে নামিয়ে দেয়।

এ সময় সাইফুল নদী পাড়ে কৃষি জমিতে কাজ করা কৃষকদের ঘটনাটি জানালে তারা ধাওয়া করে আলী ও তার এক সহযোগিকে আটক করে। তবে বাকি দুইজন পালিয়ে যায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে থানায় নিয়ে আসে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ