বুধবার, ১৪ মে ২০২৫, ০৩:০৮ পূর্বাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বেপরোয়া গতির মোটরসাইকেল চাপায় নাজমা পারভীন মিনা (৬০) নামের এক নারী নিহত হয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৫টায় উপজেলায় ভাড়াউড়া বাগান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারী উপজেলার ভাড়াউড়া সড়কের মৃত আবদুল ওয়াহিদ মিয়ার মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার ভাড়াউড়া বাগান সড়কে প্রতিদিনের মতো ওই নারী বিকালে হাঁটতে বের হয়েছিলেন। সন্ধ্যায় ভাড়াউড়া বাগান থেকে মদপান করে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে আসছিলেন চিনু বাবুর ছেলে রাতুল (১৭)।
এ সময় বেপরোয়া গতির ওই মোটরসাইকেলটি সজোরে নাজমাকে পেছন দিক থেকে ধাক্কা দেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার ইন্সপেক্টর (তদন্ত) হুমায়ুন কবির জানান, ঘটনার পর পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত নারীর পরিবার অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।