বুধবার, ১৪ মে ২০২৫, ০৫:৪৮ অপরাহ্ন
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে গলায় ফাঁস দিয়ে নাজমিন বেগম (২১) নামের এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিজত নাজমিন উপজেলার পশ্চিম পৈলনপুর ইউপির আলীপুর গ্রামের আব্দুল মুমিনের মেয়ে।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পশ্চিম পৈলনপুর ইউপির আলীপুর গ্রাম থেকে এই তরুণীর মৃতদেহ উদ্ধার করে ওসমানীনগর থানা পুলিশ।
ওসমানীনগর থানার এসআই সুবিনয় বৈদ্য তরুণীর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে নাজমিন বেগম তার বসতঘরের একটি কক্ষের বেড়ার আড়ার সাথে উড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। বিষয়টি বেলা দেড়টার দিকে থানা পুলিশকে জানালে রোববার সন্ধ্যার দিকে লাশ উদ্ধারের পর সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। তবে কি কারণে তরুণী আত্মহত্যা করেছেন এর কারণ জানা যায়নি।