শনিবার, ১০ মে ২০২৫, ০১:৪৩ অপরাহ্ন
করাঙ্গীনিউজ: চট্টগ্রাম সাইলো ঠিকাদার শ্রমিক ইউনিয়নের দ্বি বার্ষিক (২০২০-২০২১) নির্বাচনে ইকবাল-মনিরুল পরিষদ সবগুলো পদে জয় লাভ করেছে।
আজ শনিবার ( ২১ নভেম্বর) নগরীর পতেঙ্গা সাইলো গেইটস্থ সংগঠনের অফিসে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এবার ৮টি পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে সভাপতি পদে ইকবাল হাসান, সহ-সভাপতি মো. নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মনছুর আলম, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন আজাদ জয়ী হয়।
এছাড়া প্রতিদ্বন্দ্বিতা না থাকায় বিনা ভোটে কোষাধ্যক্ষ পদে আকতার হোসেন, প্রচার সম্পাদক ফয়েজ আলী এবং দপ্তর সম্পাদক হিসেবে মোহাম্মদ জুয়েল নির্বাচিত হন।
গত ২৮ অক্টোবর নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন মুন্সি মিয়া ও শ্রমিক সংগঠনের উপদেষ্ট মোহাম্মদ আবছার। ২০০৫ সালে গঠিত এ সংগঠনের মোট সদস্য ১২৬ জন। আজ নির্বাচনে ১২৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন।