• Youtube
  • English Version
  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৬:২৪ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

চুনারুঘাটে পটকা ফোটানোয় চা শ্রমিক খুন

  • সংবাদ প্রকাশের সময়: শুক্রবার, ৯ নভেম্বর, ২০১৮

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে পটকা ফোটানো নিয়ে বিরোধের জেরে অনুজ মালাকার (৩৪) নামে এক চা শ্রমিককে খুন করা হয়েছে। আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার লালচান্দ চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত অনুজ মালাকার উপজেলার লালচান্দ চা বাগানের বাবুল মালাকারের ছেলে।

চুনারুঘাট থানার ওসি কেএম আজমিরুজ্জামান জানান, অনুজ মালাকারের সঙ্গে একই চা বাগান বস্তির বাসিন্দা বাচ্চু মিয়ার ছেলে সুজন মিয়ার (২৮) নানা বিষয় নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার রাতে সিনাই বিল এলাকায় তারা কয়েকজন পটকা ফোটাচ্ছিল।

এ সময় অনুজ ও তার সঙ্গী রতন ভৌমিকের সঙ্গে সুজন এবং তার কয়েকজন সঙ্গীর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সুজন ও তার সঙ্গীরা অনুজ ও রতনকে মারপিট করে হাত-পা বেঁধে ফেলে রাখে।

এতে অনুজ নিহত হন। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেছে। রতনকে গুরুতর আহত অবস্থায় সিলেট হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে পুলিশ সুজন মিয়াকে আটক করেছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ