করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

ঠাকুরগাঁওয়ে ট্রাক চাপায় যুবকের মৃত্যু

  • সংবাদ প্রকাশের সময়: বুধবার, ১৮ নভেম্বর, ২০২০

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে পাথর বোঝাই ট্রাকের চাপায় আহত বুলেটের মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নিয়ে যাওয়ার পথে গাইবান্ধা জেলার গবিন্দগঞ্জ এলাকায় তার মৃত্যু হয়।

নিহত তহিদুল ইসলাম বুলেট (৩৭) দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার শিবরামপুর হাজীপাড়া গ্রামের সৈয়কত আলীর ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, বুলেট ১৫ নভেম্বর সন্ধায় কাজ শেষে মোটরসাইকেল যোগে গ্রামের বাড়ি ফেরার পথে পুরাতন বাসষ্ট্যান্ড গোল চক্করে এসে পৌঁছালে পঞ্চগড় থেকে ছেড়ে আসা পাথর বাঝোই সোহান-তারভির নামে ট্রাকটি চাপা দিলে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। পরিস্থিতির অবনতি ঘটলে তাকে তাৎক্ষণিক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়। সেখানেও তার অবস্থার অবনতি ঘটলে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। (১৬ নভেম্বর) রাতে ঢাকায় নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

ঠাকুরগাঁও থানার ওসি তানভিরুল ইসলাম বলেন গতকালকের দুর্ঘটনার খবরটি শুনেছি। তবে মৃত্যুর বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত হতে পারেনি।

 

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ