• Youtube
  • English Version
  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৩:০৯ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

পইলে সৈয়দ আহমদুল হক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ১৫ নভেম্বর, ২০২০

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জের পইলে সৈয়দ আহমদুল হক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। পইল ইউনিয়ন পরিষদ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম, পিপিএম।

শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৩ টায় অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করে উমেদনগর ফুটবল একাদশ ও আনোয়ারপুর তরুণ ক্রীড়া চক্র। খেলায় উমেদনগর ফুটবল একাদশ টাই ব্রেকারে আনোয়ারপুর ক্রীড়া চক্রকে ৩-০ গোলে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পইল ইউপির চেয়ারম্যান ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক সৈয়দ মঈনুল হক আরিফ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ সদর সার্কেলের এডিশনাল এসপি রবিউল ইসলাম, হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আওয়াল, সদর মডেল থানার অফিসার ইন চার্জ মাশুক আলী।

আরো উপস্থিত ছিলেন আব্দুল মোতালিব মমরাজ, হাজী আম্বর আলী, আজম উদ্দিন, শিশির বণিক, শাহ জয়নাল আবেদীন রাসেল, ফেরদৌস আহমেদ, মর্তুজ আলী মেম্বার, নিরঞ্জন দাশ, তাজুল ইসলাম, জাহির মিয়া, মুরুব্বীয়ান, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও যুব নেতৃবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে মাদক মুক্ত ও উন্নত সমাজ গঠনে খেলাধুলার অসামান্য ভূমিকা তুলে ধরেন ও সুন্দর আয়োজনের জন্য আয়োজক কমিটির ভূয়সী প্রশংসা করেন। হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত সৈয়দ আহমদুল হকের স্মৃতিতে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়। নক আউট সিস্টেমে পরিচালিত টুর্নামেন্টে মোট ১৬ টি দল অংশগ্রহন করছে। ১ম ম্যাচে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার লাভ করেন উমেদনগর ফুটবল একাদশের গোলকিপার অমি।

উল্লেখ্য, টুর্নামেন্টের প্রতি খেলায় ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার স্পন্সর করছেন মাছুলিয়ার আলোর শক্তি একতা সংঘের সভাপতি মোঃ আব্দুল জলিল। আগামীকাল খেলায় অংশগ্রহণ করবে ফর এভার স্পোর্টিং ক্লাব দিনারপুর ও তেঘরিয়া ফুটবল একাদশ।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ