শনিবার, ১০ মে ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ন
আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে তরুণ কবি ও সাংস্কৃতিক কর্মী মুনাব্বিরের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে শাস্তি প্রদানের দাবি উঠেছে।
আজ শনিবার দুপুর ১২টার দিকে নাসিরনগর কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে প্রতিবাদ মিছিল করা হয়।
এ ছাড়া মানববন্ধন কর্মসূচি পালন করেছে হরিপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
নাসিরনগর উপজেলা উদীচীর সভাপতি মহেন্দ্র চন্দ্র দাসের সভাপতিত্বে ও ঐক্যতান আবৃত্তি সংগঠনের পরিচালক শিবলী চৌধুরীর সঞ্চালনায় প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন বিক্ষুব্ধ সংস্কৃতি সমাজ ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক মনিরুল ইসলাম শ্রাবণ, জেলার সিনিয়র আইনজীবী নাসির মিয়া, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মনির হোসেন, চেতনায় স্বদেশ গ্রন্থগারের প্রতিষ্ঠাতা সভাপতি কবি আমির হোসেন, জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার, উদীচী জেলা সংসদের সাধারণ সম্পাদক ফেরদৌসুর রহমান, নাসিরনগর চেতনা নাট্য সংসদরে আহবায়ক মফিজুল ইসলাম রতন, বিক্ষুব্ধ সংস্কৃতি সমাজ ব্রাহ্মণবাড়িয়ার যুগ্ম আহ্বায়ক এরফাননুল হক সুজন, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র মৈত্রীর সভাপতি কবি ফাহিম মুনতাসির, আবৃত্তি সংগঠনের সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন মুকুল, নাসিরনগর সরকারি কলেজের শিক্ষক জামিল ফোরকান প্রমুখ।
কবি মুনাব্বির আহমেদ তননের হত্যাকারী ও পরিকল্পনাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন হরিপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। কবি মুনাব্বির আহমেদ তননের হাতে গড়া শিক্ষাপ্রতিষ্ঠান প্রভাতী ইসলামি কিন্ডার গার্টেনের ব্যানারে উপজেলার হরিপুর ইউনিয়ন বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, গত ৯ নভেম্বর বিকালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের আলিয়ারা গ্রামে সরকারি খালে বাঁধ দিয়ে পানি নিষ্কাশন বন্ধের প্রতিবাদ করায় পরিকল্পিতভাবে হত্যা করা হয় তরুণ কবি সৈয়দ মুনাব্বির আহমেদ তননকে। নিহত মুনাব্বির আহমেদ আলিয়ারা গ্রামের শিব্বির আহমেদের ছেলে।