মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৩:১৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জঃ হবিগঞ্জ জেলার সদর উপজেলার বৈদ্যার বাজার এলাকার সুঘর গ্রামে অবস্থিত “নাবিল ব্রিকস”এ ইটপুড়ানো শুরু করেছে।
ইটের গুনমত মান নিয়ে বৃহস্পতিবার (৮ নভেম্বর) সকাল ৯টায় অাগুন দেন ব্রিকসের মালিক ছালেক মিয়া।
উন্নতমানের ইট প্রস্তুত কারক নাবিল ব্রিকসের পরিচালক মোঃ ছালেক মিয়া জানান, ইটের সাইজ ও ফিনিসিং ঠিক রেখে উন্নত মানের মাঠি দিয়ে তৈরি ইট পুড়ানো শুরু করেছি। অাগামী সপ্তাহ থেকে ইট বাজার জাত করা হবে।
উন্নতমানের ইট পেতে যোগাযোগ করুন পরিচালক ছালেক মিয়ার ০১৭২৭ ৬৩০৪৮৭ মোবাইল নাম্বারে।