বুধবার, ১৪ মে ২০২৫, ০৩:১৬ পূর্বাহ্ন
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি: সিলেট-আখাউড়া রেল সেকশনের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে সারাদেশের সাথে সিলেটের রেল যোগাযোগ দুই ঘণ্টা বিঘ্নিত হয়।
বুধাবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় মৌলভীবাজারের কুলাউড়া উপেজেলার ভাটেরা এলাকার মুমিনছড়ায় এ ঘটনা ঘটে। সিলেট থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে যায়। পরে বিকেল সাড়ে পাঁটার দিকে ট্রেন চলাচল আবার স্বাভাবিক শুরু হয়।
কুলাউড়া রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার মহিবউদ্দিন আহমেদ বলেন, দুর্ঘটনা কবলিত ট্রেনের বগি উদ্ধার করা হয়েছে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।