বুধবার, ১৪ মে ২০২৫, ০২:৪৮ অপরাহ্ন
করাঙ্গীনিউজ ডেস্ক: করোনা সার্টিফেট জাল করার দায়ে গ্রেফতার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের বিরুদ্ধে চেক ডিজঅনারের তিন মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ম আদালত।
আদালতের বিচারক হারুনুর রশীদ রোববার দুপুরে সাহেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
এর আগে গত ৩ এপ্রিল ১০ লাখ টাকা করে ২ টি চেকে ২০ লাখ টাকা ও আরও একটি চেকে ৫০ হাজার টাকা নির্ধারিত সময়ে না পাওয়ায় মোট ৩টি মামলা করেন সিলেটের দরবস্ত এলাকার পাথর ব্যবসায়ী শামসুল মৌলা নামে এক ব্যক্তি। তার করা ওই ৩টি মামলাতেই সাহেদের বিরুদ্ধে পরোয়ানা জারি করেন আদালত।
শামসুল মৌলা বলেন, সাহেদ তার কাছ থেকে পাথর নিয়েছিল। পাথর নেয়ার পর সে তাকে চেকগুলো দিয়েছিলো। তাঁর নিজের স্বাক্ষর করা ওই ৩ চেকে ২০ লাখ ৫০ হাজার টাকা। সাহেদ আরও একটি চেক দিয়েছিলো। ওই চেক অন্যজনের নামে। পরবর্তিতে আমি টাকার জন্য তাঁর সঙ্গে যোগাযোগ করলে বরং সে আমাকে হুমকিধামকি দিত, ক্ষমতা দেখাতো।
আমি গত ৩ এপ্রিল তার বিরুদ্ধে ৩টি চেকের ৩টি মামলা করেছি। ওই ৩টি মামলাতেই গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।