করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

কুলাউড়ায় দেড়শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ৮ নভেম্বর, ২০২০

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশন এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

রোববার দিনব্যাপি পরিচালিত অভিযানে দেড়শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। তবে সেখানে আরও অনেক অবৈধ স্থাপনা রয়েছে।
দীর্ঘদিন ধরে কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনের জায়গা জবরদখল করে গড়ে উঠেছে অনেক অবৈধ স্থাপনা। যেগুলোকে কেন্দ্র করে অনেক অপকর্ম পরিচালিত হওয়ার অভিযোগ ছিলো।

রেলওয়ের ঢাকা জোনের ভূ-সম্পত্তি কর্মকর্তা নজরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন রেলওয়ের বানিজ্যিক কর্মকর্তা শওকত জামিল মহসিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী, রেলওয়ের ফিল্ড কানুনগো ইকবাল মাহমুদ ও আমিন মমরাজুল ইসলামসহ কুলাউড়া থানা পুলিশ, রেলওয়ে জিআরপি ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
অভিযানে অংশগ্রহণকারী কর্মকর্তারা জানান, সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অভিযান পরিচালিত হয়। এতে দেড়শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। আরও উচ্ছেদ অভিযান চলবে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ