করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

সিলেটের সাথে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ৮ নভেম্বর, ২০২০

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলীবাজারের শ্রীমঙ্গলের সাতগাঁওয়ের আঐ এলাকায় তেলবাহিনী ওয়াগন পড়ে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার দীর্ঘ ২৩ ঘন্টাপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রোববার (০৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

শনিবার (০৭ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে তেলবাহী ট্রেনটির সহযোগী ইঞ্জিনসহ ৭টি বগী লাইনচ্যুত হয়। এসময় তেলবাহী ৩ টি ওয়াগন থেকে ১ লক্ষ ১৭ হাজার লিটার তেল নষ্ট হয়েছে বলে জানান মেঘনা পেট্রলিয়ামের সিলেট বিভাগীয় ইনচার্জ আনোয়ার হোসেন।

তিনি জানান প্রতিটি ওয়াগনে ৩৯ হাজার লিটার করে তেল থাকে।

ট্রেন চলাচলের বিষয়ে কুলাউড়া জংশনের উর্ধ্বতন কর্মকর্তা তৌফিকুল আজিম জানান ৭২০ নাম্বার পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি সিলেট ছেড়ে চট্রগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে। তিনি আরো জানান, দূর্ঘটনা কবলিত ৫০০ মিটার এলাকায় ১০ কিলোমিটার বেগে ট্রেন চলাচল করবে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ