বুধবার, ১৪ মে ২০২৫, ০৩:০৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুর্ঘটনা কবলিত ট্রেন থেকে পড়া তেল সংগ্রহে দিনভর ভিড় করেন কয়েক শ’ মানুষ। ট্রেনকে ঘিরে এই জটলা ও হুড়োহুড়ির কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। জনতার এই ভিড় সরাতে রাতে লাঠিচার্জ করে রেলওয়ে নিরাপত্তা বাহিনী।
শনিবার (০৭ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) তেল নিতে আসা লোকজনকে সরাতে মৃদু লাঠিচার্জ করে।
এতে সাইফুল ইসলাম নামে একজন আহত হন। পরে স্থানীয়রা ক্ষুব্দ হয়ে আরএনবি ও পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করেন। এতে রেলওয়ে পুলিশের এক এসআই আহত হন। ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়।
পরে রেলওয়ে শ্রীমঙ্গল থানার ওসি আলমগীর হোসেন ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে বুঝিয়ে শান্ত করেন।
আলমগীর হোসেন জানান, ইট পাটকেল নিক্ষেপের ফলে রেলওয়ে পুলিশের এসআই শাহীন আহত হয়েছেন। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
এদিকে ট্রোন দুর্ঘটনার ঘটনার তদন্ত করতে ৫সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। রেলওয়ে প্রধান প্রকৌশলী (পূর্ব) সুভক্ত গীন বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, শনিবার সকাল ১১ টায় সাতগাঁও আউটার সিগন্যাল এলাকায় তেলবাহী এই ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। চট্টগ্রাম থেকে ট্রেনটি মেঘনা পেট্রোলিয়ামের ডিজেল ও কেরোসিন নিয়ে সিলেট আসছিল। দুর্ঘটনাকবলিত সাতটি বগির মধ্যে চারটি বগি পুরোপুরি লাইন থেকে সরে যায়। যার ফলে বগিগুলোর হ্যাচকভার খুলে বেরিয়ে আসতে শুরু করে তেল৷ আর এই তেল সংগ্রহের জন্য রীতিমত উৎসব শুরু হয় দুর্ঘটনাকবলিত এলাকায়৷ সাতগাঁও এলাকাসহ আশেপাশের খারিউজ্জামা, লামাপাড়া, লাহারপুর সহ বিভিন্ন জায়গা থেকে মানুষজন বালতি, বোতল, জগ, গ্লাসে করে তেল সংগ্রহ করার জন্য আসেন৷
রাত সোয়া ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রেন উদ্ধার না হওয়ায় সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ফলে বিপাকে পড়েছেন যাত্রীরা।