মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১১:০৫ অপরাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি: শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও রেল স্টেশন এলাকায় একটি তেলবাহী ট্রেন লাইনচ্যূত হয়েছে। এতে করে সিলেট ঢাকা, সিলেট চট্টগ্রাম রেলপথে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
নাইনচ্যূত তেলের ওয়াগান থেকপ বিপুল পরিমাণ জ্বালানি তেল পড়ে যাওয়ায় সাধারন মানুষকে এই তেল সংগ্রহ করতে দেখা গেছে। তেলবাহী ওয়াগানটি চট্টগ্রামের পাহারতলী থেকে সিলেট যাচ্ছিল বলে জানা গেছে।
কর্তব্যরত জিআরপি পুলিশের এক কর্মকর্তা জানান, দুর্ঘটনায় ৫ টি কেরোসিন বোঝাই তেলের ওয়াগানসহ ইঞ্জিন টি লাইনচ্যূত হয়েছে। তেল লুটপাট রোধে অতিরিক্ত জিআরপি কর্মী তলব করা হয়েছে।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন জানান, উদ্ধারকারী ট্রেন আসতে উর্ধতন কর্মকর্তাদের জানানো হয়েছে। আাখাউড়া জংশন থেকে এরি মধ্যে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থল অভিমুখে রওনা হয়েছে বলে তিনি জানান। কখন নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হবে তা জানাতে অপারগতা প্রকাশ করেন রেলের এই কর্মকর্তা।