করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

কমলগঞ্জে মৌমাছির কামড়ে বৃদ্ধের মৃত্যু

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে রাজ মৌমাছির কামড়ে ফিরোজ মিয়া (৭০) নামের এক বৃদ্ধ মৃত্যুবরণ করেন।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সকাল ৮টায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত বৃদ্ধের বাড়ি উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের সুরানন্দপুর গ্রামে।

নিহতের পরিবার সদস্যরা ও সুরানন্দপুর গ্রামবাসী জানান, বৃহস্পতিবার সকাল ৮টায় বাড়ির কাছের একটি রাস্তা দিয়ে বৃদ্ধ ফিরোজ মিয়া যাবার পথে একদল রাজ মৌমাছি তার সারা দেহে আক্রমণ করে।

রাজ মৌমাছির কামড়ে তিনি মাটিতে লুটে পড়ে গুরুতরভাবে আহত হন। তার সারা দেহে অসংখ্য কামড়ের চিহৃ ছিল। পরিবার সদস্যরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুন্সীবাজার ইউনিয়নের ওয়ার্ড ইউপি সদস্য মোস্তফা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ