করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

কোম্পানীগঞ্জে যুবক খুন : গ্রেফতার ১

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০

নিজস্ব প্রতিনিধি, সিলেট: সিলেটের কোম্পানীগঞ্জে ছুরিকাঘাতে জাকারিয়া (২৫) নামে এক যুবক খুন হয়েছেন। তিনি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মধ্যনগর গ্রামের শাহ নুরের ছেলে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে।

গ্রেফতার শাহাব উদ্দিন টুকেরগাঁও গ্রামের আবু সাইদের ছেলে। বুধবার (০৪ নভেম্বর) ৭ দিনের রিমান্ড চেয়ে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। বুধবার বিকালে ময়নাতদন্ত শেষে পুলিশ জাকারিয়ার পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে।

এর আগে সোমবার রাতে দুর্বৃত্তদের হাতে ছুরিকাহত হন জাকারিয়া। পরদিন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরবাজারে এক আত্মীয়ের নিত্যপণ্যের ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রয় প্রতিনিধির কাজ করতেন।

পুলিশ জানায়, সোমবার রাতে জাকারিয়া বিভিন্ন দোকান থেকে পণ্য বিক্রির ২০ হাজার টাকা সংগ্রহ করে তৈমুরনগর গ্রাম হয়ে নিজের কর্মস্থলে ফিরছিলেন। পথিমধ্যে হঠাৎ একটি মোটরসাইকেলে তিন যুবক এসে তার গতিরোধ করে। এ সময় কোনো কিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে জাকারিয়ার পাঁজরের বাঁ পাশে ছোরা ঢুকিয়ে দেয়। দুর্বৃত্তরা জাকারিয়ার মুঠোফোন ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

নিহতের মামা হাফিজ সগির আহমদ জানান, ‘জাকারিয়া পরিবারের একমাত্র উপার্জনকারী ছেলে। চার বোন ও দুই ভাইয়ের মধ্যে সে সবার বড়। তাদের বাবা হার্টের রোগী। পরিবারের একমাত্র উপার্জনকারী ছেলেটিকে হারিয়ে সবাই পাগলপ্রায়। নিহতের মামা হাফিজ সগির আহমদ অজ্ঞাতদের আসামি করে মামলা করেছেন।

কোম্পানীগঞ্জ থানার ওসি কেএম নজরুল ইসলাম জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। তার ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ