করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

ফেঞ্চুগঞ্জে সড়ক দুর্ঘটনায় আ.লীগ নেতার মৃত্যু

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০

নিজস্ব প্রতিনিধি,সিলেট: সিলেটের ফেঞ্চুগঞ্জ-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের পালবাড়ি নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক আব্দুল বারেক নিহত হয়েছেন।

বুধবার (০৪ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে পালবাড়ি ব্রিজের পাশে মোটরসাইকেল দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় নিহত আব্দুল বারেক উপজেলার মাইজগাঁও ইউনিয়নের নিজামপুর গ্রামের বাসিন্দা।

তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা পরিষদের সদস্য আব্দুল আউয়াল কয়েছ।

জানা যায়, বুধবার রাত আনুমানিক ১০টার দিকে পালবাড়ি ব্রিজের পাশে মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল বারেককে মৃত ঘোষণা করেন। তবে কিভাবে মোটরসাইকেলটি দুর্ঘটনার শিকার হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তাঁর হঠাৎ মৃত্যুতে এলাকাসহ ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ