• Youtube
  • English Version
  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৩:২৭ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

মাধবপুরে মাদকসহ যুবক আটক

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ৬ নভেম্বর, ২০১৮

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরে ইয়াবা ও গাঁজাসহ শফিকুল ইসলাম (৩০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার ধর্মঘর ইউনিয়নের দেবপুর নোয়াহাটি গ্রাম থেকে তাকে আটক করা হয়।

শফিকুল মাধবপুরের মোহনপুর মোড়াবাড়ি গ্রামের হাশু মিয়ার ছেলে।

কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) খন্দকার সাইদ আহমদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামে অভিযান চালিয়ে শফিকুলকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ও ৬ কেজি গাঁজা এবং নগদ ১৯ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবারই তাকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ