মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৩:১২ পূর্বাহ্ন
টিপু সুলতান জাহাঙ্গীর, বাহুবল (হবিগঞ্জ): হবিগঞ্জের বাহুবলে অার্তমানবতার টানে “পুওর কেয়ার কুইক রেসপন্স টিম” এর অানুষ্ঠানিক যাত্রা শুরু করেছে।
সোমবার (৫ নভেম্বর) সন্ধ্যায় বাহুবল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক সভার মাধ্যমে এ অানুষ্ঠানিক যাত্রা শুরু করে।
পুওর কেয়ার কুইক রেসপন্স টিমটি তাৎক্ষনিক কোন অসহায় হতদরিদ্র ব্যক্তির পাশে অার্তমানবতার টানে দাড়াবে। সকল সদস্য নিজ উদ্যোগে দুর্ঘটনায় অাহত ব্যক্তিদের পাশে দাড়াবে।
টিমের ডিরেক্টর হিসাবে দায়িত্ব পালন করবেন সিলেট বিভাগের শ্রেষ্ঠ ইউএনও বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন।
কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করবেন শিক্ষক কাদির চৌধুরী বাবুল।
টিমে ২১ জন সদস্য তাদের সাথে কাজ করবে বলেও জানান টিমের ডিরেক্টর মোঃ জসীম উদ্দিন।