মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৩:৪৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জ জেলা ছাত্রলীগের স্থগিতাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় সংসদ।
শনিবার (৩১ অক্টোবর) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিদ খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়।
এর ফলে হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মো. সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহি তাদের সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন।
প্রসঙ্গত, গত ৩০ জুলাই কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে হবিগঞ্জ জেলা কমিটির সকল কার্যক্রম স্থগিতের নির্দেশনা দেয়া হয়। তবে কি কারণে কমিটিকে স্থগিত করা হয়েছিলে তা উল্লেখ করা হয়নি।
এ ব্যাপারে হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহি বলেন- ‘আমাদের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। তাই কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্থগিতাদেশ প্রত্যাহার করেছেন।’