করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

সিলেটের শ্রেষ্ট কমিউনিটি পুলিশিং কর্মকর্তা এসআই সুবিনয়

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ১ নভেম্বর, ২০২০

ওসমানীনগর(সিলেট)প্রতিনিধি: কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরূপ সিলেট জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা হিসেবে পুরস্কৃত হয়েছেন ওসমানীনগর থানার এস আই সুবিনয় বৈদ্য।

কমিউনিটি পুলিশিং ডে ২০২০ উপলক্ষ্যে সিলেট জেলা পুলিশ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী মোঃ ইমরান আহমদের হাত থেকে পুরস্কার গ্রহন করেন এসআই সুবিন বৈদ্য।

সিলেটের শ্রেষ্ট কমিউনিটি পুলিশিং কর্মকর্তা হিসেবে তাকে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। একই সাথে এ স্বীকৃতির ফল সরুপ কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরো গতিশীল ও বেগবান করার আহবান জানানো হয়।

ওসমানীনগর থানার এস আই সুবিনয় বৈদ্য পুরস্কৃত হওয়ায় প্রতিক্রিয়ায় বলেন, এই কৃতিত্ব আমার নয়, এর দাবিদার বাংলাদেশ পুলিশসহ সংশ্লিষ্ট সকলের। কৃতিত্বকে ধরে রাখতে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরোও গতিশীল করার কাজের প্রত্যয়ে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ