• Youtube
  • English Version
  • শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১২:১০ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

আজমিরীগঞ্জে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

  • সংবাদ প্রকাশের সময়: সোমবার, ৫ নভেম্বর, ২০১৮

 

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জঃ হবিগঞ্জের আজমিরীগঞ্জের চর বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার দুপুরে পরিচালিত এ অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশের জন্য বাজারের লিটন মিয়ার হোটেলকে ৩ হাজার টাকা, মেয়াদউত্তীর্ণ কীটনাশক ও বীজ বিক্রির অপরাধে তানভীর ট্রেডাসকে ৩ হাজার টাকা, নকল ডিটারজেন্ট ও মেয়াদউত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে জগন্নাত ভান্ডারকে ৩ হাজার টাকা, এবং নিয়ম না মেনে সিলিন্ডার গ্যাস বিক্রির অপরাধে রতন দেব স্টোরকে আরো ১ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন আজমিরীগঞ্জ থানা পুলিশের একটি টিম ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর।

অভিযান চলাকালে অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে উপস্থিত জনসাধারণের মাঝে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ