শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১২:১০ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জঃ হবিগঞ্জের আজমিরীগঞ্জের চর বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার দুপুরে পরিচালিত এ অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশের জন্য বাজারের লিটন মিয়ার হোটেলকে ৩ হাজার টাকা, মেয়াদউত্তীর্ণ কীটনাশক ও বীজ বিক্রির অপরাধে তানভীর ট্রেডাসকে ৩ হাজার টাকা, নকল ডিটারজেন্ট ও মেয়াদউত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে জগন্নাত ভান্ডারকে ৩ হাজার টাকা, এবং নিয়ম না মেনে সিলিন্ডার গ্যাস বিক্রির অপরাধে রতন দেব স্টোরকে আরো ১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন আজমিরীগঞ্জ থানা পুলিশের একটি টিম ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর।
অভিযান চলাকালে অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে উপস্থিত জনসাধারণের মাঝে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।