• Youtube
  • English Version
  • শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১০:৫৩ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

আইরিশ মেয়েদের উড়িয়ে দিল বাঘিনীরা

  • সংবাদ প্রকাশের সময়: সোমবার, ৫ নভেম্বর, ২০১৮

ক্রীড়া ডেস্ক: আইসিসি বিশ্ব টি-টুয়েন্টি টুর্নামেন্টের অনুশীলন ম্যাচে আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে ৬ উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা।

টস জিতে আয়ারল্যান্ডকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায় বাংলাদেশ। রুমানা-জাহানারাদের বোলিং তোপে ৭ উইকেট হারিয়ে ৮৪ রানের বেশি করতে পারেনি আইরিশরা।

দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন ব্যাটসম্যান কিম গার্থ। আয়ারল্যান্ডের আর কোনো ব্যাটসম্যান কুড়ির ঘর স্পর্শ করতে পারেনি। পাঁচজন আউট হয়েছে দুই অঙ্ক ছোঁয়ার আগে।

বাংলাদেশের হয়ে রুমানা আহমেদ ১০ রানে ৩টি ও জাহানারা আলম ১১ রানে ২টি উইকেট নেন। খাদিজাতুল কুবরা নেন একটি উইকেট।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু এনে দেন দুই ওপেনার শামীমা সুলতানা ও আয়শা রহমান। দুজনে মিলে তোলেন ৩৭ রান। আয়শা ২৫ আর শামীমা করেন ৯ রান।

মাঝে নিগার সুলতানা ও রুমানা আহমেদ শূন্য রানে ফিরে গেলে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। তবে ফারহানা হকের অপরাজিত ২১ ও সানজিদা ইসলামের অপরাজিত ২০ রানের সুবাধে ৩২ বল আর ৬ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় টাইগ্রিসরা।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ