শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জের লাখাই উপজেলায় দেবরের ছুরিকাঘাতে অন্তঃস্বত্তা ভাবী খুন হয়েছেন।
রোববার সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গত ১৬ ফেব্রুয়ারি লাখাই উপজেলার মুড়িয়াউক পশ্চিমপাড় দেওয়ান বাড়ির আব্দুর রশিদ লিটনের সঙ্গে তার চাচাতো বোন মানছুরা আক্তার সুমীর বিয়ে হয়। বিয়ের কিছুদিন যেতে না যেতেই তাদের পরিবারে শুরু হয় কলহ।
এর জের ধরে রোববার বেলা ১১টায় লিটনের ছোট ভাই বুরহানের ছুরিকাঘাতে সুমী গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক সুমীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু ঘটে। সুমী ৫ মাসের অন্তঃস্বত্তা বলেও জানিয়েছেন স্থানীয়রা।
লাখাই থানার ওসি মো. এমরান হোসেন জানান, পারিবারিক কলহের জের ধরে দেবর বুরহান উদ্দিনের অস্ত্রের আঘাতে সুমীর মৃত্যু হয়েছে। ঘটনার পর বুরহানকে গ্রেফতারের চেষ্টা চলছে।