করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

কুলাউড়ায় পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার

  • সংবাদ প্রকাশের সময়: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল থেকে একটি পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় একই ইউনিয়নের আকিলপুর নন্দনগর এলাকা থেকে এ গ্রেনেডটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বরচাল ইউনিয়নের আকিলপুর নন্দনগর এলাকার ইলেক্ট্রিশিয়ান সাহান মিয়ার বাড়িতে পুকুর খনন কর‌তে গি‌য়ে প্রায় ১৫ফুট নিচে গর্তে যাওয়ার পর গ্রেনেডের মতো একটি বস্তু দেখতে পায় স্থানীয়রা।

গ্রেনেডটিতে পি অ এফ ১৯৬৯ (POF 1969) লিখা রয়েছে। স্থানীয়দের ধারণা, এটি পাকিস্তান আমলের ১৯৬৯ সালে মাটির গভীরে পুতে রাখা শক্তিশালী গ্রেনেড হ‌তে পা‌রে।

গ্রেনেড উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার এস আই র‌ফিকুল ইসলাম জানান, ‘উদ্ধারকৃত গ্রেনেডটি অব্যবহৃত এবং পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ