করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

তাহিরপুরে ইউএনও’র বিরুদ্ধে ঝাড়ু মিছিল

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ৪ নভেম্বর, ২০১৮

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরোদ্ধে ঝাড়ু মিছিল করেছে এলাকাবাসী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূর্ণেন্দু দেব এক ব্যবসায়ীকে লাঞ্ছিত করার প্রতিবাদে রবিবার দুপুর ১২ টার দিকে তাহিরপুর উপজেলা সদরের বিভিন্ন পয়েন্টে ঝাড়ু মিছিল করে বিক্ষুব্ধ এলাকাবাসী।

মিছিল শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সম্মুখে অবস্থান নিয়ে এই ঘটনায় ইউএনওকে প্রত্যাহার ও ব্যবসায়ীকে লাঞ্ছিত করার অপরাধে ব্যবসায়ীর নিকট ক্ষমা প্রার্থনার দাবি জানান তারা। এসময় প্রতিবাদের মুখে লাঞ্ছিত ব্যবসায়ীর কাছে দুঃখ প্রকাশ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

জানা যায়, উপজেলার মধ্য তাহিরপুর গ্রামের ব্যবসায়ী বেলায়েত হোসেনের মালিকানাধীন একটি অটো রাইস মিলের উঠানে সরকারি কাজে ব্যবহৃত বালু রাখতে চেয়েছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্ণেন্দু দেব। বালু রাখার বিষয়ে বেলায়েতের সম্মতি থাকার পরও অপর একটি পক্ষ ইউএনকে জানায় রাইস মিলের সম্মুখে বালু রাখতে দিচ্ছেনা তারা। এর জের ধরে শনিবার দিনগত রাত ১১টার দিকে বাসা সংলগ্ন ব্যাটমিন্টন কোর্টে বেলায়েতকে ডেকে নিয়ে ইউএনও পূর্ণেন্দু নাম জিজ্ঞেস করেই চড়থাপ্পড় দিতে শুরু করেন। একপর্যায়ে লাঞ্ছিত হয়ে বেলাছে ফিরে এসে ব্যবসায়ীদের জানালে বাজারের ব্যবসায়ীসহ স্থানীয় জনতা বিক্ষুব্ধ হয়ে ওঠেন এবং ঘটনার প্রতিবাদে রবিবার দুপুরে উপজেলা সদরে ঝাড়– মিছিল করেন তারা।

তাহিরপুরের উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল জানান, ‘এই ঘটনাটির পর স্থানীয় জনতা প্রতিবাদ করার পরিপ্রেক্ষিতে স্থানীয় রাজনীতিক ও গণ্যমান্য বক্তিদের উপস্থিতিতে ঘটনার জন্য ইউএনও সাহেব ব্যবসায়ী বেলাতের নিকট দুঃখ প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বুরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের জেষ্ঠ্য সহ-সভাপতি আলী মর্তুজা, উপজেলা শ্রমিক দলের সভাপতি ফেরদৌস আলম, উপজেলা যুবলীগের আহবায়ক হাফিজ উদ্দিন পলাশ প্রমুখ।

এ বিষয়ে জানতে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্ণেন্দু দেবের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

তাহিরপুর প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরোদ্ধে ঝাড়ু মিছিল করেছে এলাকাবাসী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূর্ণেন্দু দেব এক ব্যবসায়ীকে লাঞ্ছিত করার প্রতিবাদে রবিবার দুপুর ১২ টার দিকে তাহিরপুর উপজেলা সদরের বিভিন্ন পয়েন্টে ঝাড়ু মিছিল করে বিক্ষুব্ধ এলাকাবাসী।

মিছিল শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সম্মুখে অবস্থান নিয়ে এই ঘটনায় ইউএনওকে প্রত্যাহার ও ব্যবসায়ীকে লাঞ্ছিত করার অপরাধে ব্যবসায়ীর নিকট ক্ষমা প্রার্থনার দাবি জানান তারা। এসময় প্রতিবাদের মুখে লাঞ্ছিত ব্যবসায়ীর কাছে দুঃখ প্রকাশ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

জানা যায়, উপজেলার মধ্য তাহিরপুর গ্রামের ব্যবসায়ী বেলায়েত হোসেনের মালিকানাধীন একটি অটো রাইস মিলের উঠানে সরকারি কাজে ব্যবহৃত বালু রাখতে চেয়েছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্ণেন্দু দেব। বালু রাখার বিষয়ে বেলায়েতের সম্মতি থাকার পরও অপর একটি পক্ষ ইউএনকে জানায় রাইস মিলের সম্মুখে বালু রাখতে দিচ্ছেনা তারা। এর জের ধরে শনিবার দিনগত রাত ১১টার দিকে বাসা সংলগ্ন ব্যাটমিন্টন কোর্টে বেলায়েতকে ডেকে নিয়ে ইউএনও পূর্ণেন্দু নাম জিজ্ঞেস করেই চড়থাপ্পড় দিতে শুরু করেন। একপর্যায়ে লাঞ্ছিত হয়ে বেলাছে ফিরে এসে ব্যবসায়ীদের জানালে বাজারের ব্যবসায়ীসহ স্থানীয় জনতা বিক্ষুব্ধ হয়ে ওঠেন এবং ঘটনার প্রতিবাদে রবিবার দুপুরে উপজেলা সদরে ঝাড়ু মিছিল করেন তারা।

তাহিরপুরের উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল জানান, ‘এই ঘটনাটির পর স্থানীয় জনতা প্রতিবাদ করার পরিপ্রেক্ষিতে স্থানীয় রাজনীতিক ও গণ্যমান্য বক্তিদের উপস্থিতিতে ঘটনার জন্য ইউএনও সাহেব ব্যবসায়ী বেলাতের নিকট দুঃখ প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বুরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের জেষ্ঠ্য সহ-সভাপতি আলী মর্তুজা, উপজেলা শ্রমিক দলের সভাপতি ফেরদৌস আলম, উপজেলা যুবলীগের আহবায়ক হাফিজ উদ্দিন পলাশ প্রমুখ।

এ বিষয়ে জানতে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্ণেন্দু দেবের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ