মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১০:৫৫ অপরাহ্ন
পিন্টু দেবনাথ, কমলগঞ্জ (মৌলভীবাজার): মৌলভীবাজার জেলা পরিষদ উপ-নির্বাচনে ৭৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বাংলাদেশ আওয়ালীগ মনোনীত প্রার্থী ও মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান।
তিনি চশমা প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করেছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) জেলার ১৫ টি কেন্দ্রে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন শেষে ফলাফল ঘোষনা করা হয়।
আলহাজ্ব মিছবাহুর রহমান চশমা প্রতীক নিয়ে মোট ভোট পেয়েছেন ৭৩৪ টি এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি এম এ রহিম (সি আই পি) মোটর সাইকেল প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ২০২ টি।
উল্লেখ্য, গত ১৮ আগষ্ট মৌলভীবাজার জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিজুর রহমান মৃত্যুবরণ করায় চেয়ারম্যান পদ শূন্য ঘোষনা করা হয়।