• Youtube
  • English Version
  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৮:৩৪ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

সিলেটে করোনায় দুইজনের মৃত্যু

  • সংবাদ প্রকাশের সময়: সোমবার, ১২ অক্টোবর, ২০২০
করোনাভাইরাস পূর্বপশ্চিমবিডি, ppbd.news

নিজস্ব প্রতিনিধি: সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে দুইজনের মৃত্যু ঘটেছে। মৃত দুজনই সিলেট জেলার বাসিন্দা ছিলেন।

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্র তথ্যটি নিশ্চিত করেছে। এ নিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২২৪। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ১৬৩, সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ১৫ ও মৌলভীবাজারে ২১ জন।

এদিকে, সিলেটে গতকাল একদিনে করোনা রোগী শনাক্ত হয়েছেন ২৬ জন। এর মধ্যে সিলেট জেলার ১৮, সুনামগঞ্জের ৩, হবিগঞ্জের ৩ ও মৌলভীবাজারের ২ জন।

জানা গেছে, আজ সোমবার (১২ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১২৯৯৫। এর মধ্যে সিলেট জেলায় ৭১২৬, সুনামগঞ্জে ২৩৮৮, হবিগঞ্জে ১৭৬৯ ও মৌলভীবাজার জেলায় ১৭৩২ জন।

অপরদিকে গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৬৪ জন। এর মধ্যে সিলেট জেলায় ৫২ ও হবিগঞ্জে ১২ জন।

এই ৬৪ জনকে নিয়ে সিলেট বিভাগে করোনামুক্ত হয়েছেন মোট ১১৩৩৯ জন। এর মধ্যে সিলেটে ৫৯৭২, সুনামগঞ্জে ২২৬৭, হবিগঞ্জে ১৪৯৫ ও মৌলভীবাজারে ১৬০৫ জন।

সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে আজ ভর্তি আছেন ৫৫ জন। এর মধ্যে সিলেটে ৪৯, সুনামগঞ্জে ২, হবিগঞ্জে ৩ ও মৌলভীবাজারে ১ জন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ