মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৩:১২ পূর্বাহ্ন
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহমুদ হোসেন খান মামুনকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
রোববার কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও কেন্দ্রিয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্যের লিখিত এক বার্তায় তাকে বহিষ্কার করেন।
ওই বার্তায় তারা লিখেন, সংগঠনের নীতি আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় তাকে বহিষ্কার করা হয়।
বহিষ্কৃত ছাত্রলীগ সভাপতি উপজেলার পূর্ব তোপখানা এলাকার নানু মিয়া মাষ্টারের ছেলে।
প্রসঙ্গত, গত ২৫শে আগষ্ট ভোররাতেড় বানিয়াচং বড় বাজারের একটি ফার্নিসারের দোকানে অভিযান চালিয়ে ৩শ’ পিস ইয়াবাসহ আটক করা হয় ছাত্রলীগ সভাপতি মাহমুদকে।
তার বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ,পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।