মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৮:০৩ অপরাহ্ন
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় মাসুম আহমদ (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে সিলেটের একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের কবিরা গ্রামের মুতিবুল মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার জানায়, মাসুম আহমদ রোববার দুপুরে মোটরসাইকেলযোগে উত্তর শাহবাজপুর থেকে বড়লেখা উপজেলা সদরে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সিলেটের একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করে। সোমবার দুপুরে সেখানে তার মৃত্যু হয়।
বড়লেখা থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, অত্যন্ত দ্রুত বেগে মোটরসাইকেল চালিয়ে তিনি বড়লেখা শহরের দিকে যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন। পরে সিলেটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।