শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৯ অপরাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলা পরিষদের অর্থায়নে নারী উন্নয়ন প্রকল্প আত্মকর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে ২৫ নারীকে সেলাই মেশিন বিতরণ করেছে।
বৃহষ্পতিবার (১ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিন বিতরণ করেন।
নারী উন্নয়ন ফোরামের সভানেত্রী মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট সুফিয়া আক্তার হেলেন এতে সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা, প্রেসক্লাবের সাবেক সভাপতি রোকন উদ্দিন লস্কর, নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক সেলিনা আক্তার, মাধবপুর পৌর কাউন্সিলর ইসরাত জাহান ডলি, নারী নেত্রী শ্যামলী দেব প্রমুখ।