মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৪:৩৩ অপরাহ্ন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জের মুন্সীবাজার ইউনিয়নের ঠাকুবাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও বাসার মালিককে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
২৫ আগষ্ট মঙ্গলবার বেলা পৌনে ১২ টায় মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ঘটনাস্থল পরিদর্শন করে ১৮ জন ক্ষতিগ্রস্তের মাঝে আনুষ্ঠানিক ভাবে নগদ ১০ হাজার টাকা করে প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশেকুল হক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ পৌর সভার মেয়র মো. জুয়েল আহমেদ. কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান, কমলগঞ্জ উপজেলা বিআরডিবি সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালেব তরফদার।
উল্লেখ্য গত ২৪ আগষ্ট ভোরে সৃষ্ট অগিন্ডকান্ডে ১৭ টি দোকান ও ১টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়