মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৪:১৭ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কি মন্ত্রী ও মৌলভীবাজার-১ আসনের সাংসদ সদস্য মো. শাহাব উদ্দিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বুধবার বিকেলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার জনসংযোগ কর্মকর্তা দীপংকর এ তথ্য নিশ্চিত করেছেন গণমাধ্যমকে। মন্ত্রীকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) ভর্তির প্রস্তুতি চলছে।
তিনি জানান, করোনার উপসর্গ থাকায় পরিবেশমন্ত্রী মঙ্গলবার আইইডিসিআরে পরীক্ষার জন্য নমুনা দেন।
বুধবার দুপুরে তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) ভর্তি হচ্ছেন। মন্ত্রী তাঁর দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।