করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শ্রীমঙ্গলে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্য

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ৯ আগস্ট, ২০২০
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় এক চা শ্রমিক তার স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা করেছেন।
রোববার (৯ আগস্ট) ভোরে উপজেলার বৌলাছড়া হাসপাতাল লাইনের লেবার কলোনিতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই কলোনির অলকা তন্তবায় (৩৫) ও বিপুল তন্তবায় (৪২)।

বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়াম্যান ফিরোজ মিয়া।

তিনি জানান, রোববার সকাল ১০টার দিকে তারা বৌলাছড়া হাসপাতাল লাইনের লেবার কলোনিতে গিয়ে তাদের লাশ পড়ে থাকতে দেখেন। অলকার গলাকাটা মরদেহ মেঝেতে আর ঘরের তীরের সঙ্গে বিপুলের ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা।

শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বলেন, পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন বলে করেপ্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে পুলিশ ঘটনা তদন্ত করে দেখছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ