সোমবার, ১২ মে ২০২৫, ০৯:৪৪ অপরাহ্ন
গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধিঃ সিলেটের গোলাপগঞ্জে সুরমা নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৩০ অক্টোবর) দুপুর ২টায় বাঘা ইউনিয়নের তুড়ুভাগ খেয়াঘাটের তীর থেকে এই লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, মঙ্গলবার দুপুরে বাঘা ইউনিয়নের সুরমা নদীর তুড়ুভাগ খেয়াঘাটে অজ্ঞাত ব্যক্তির এই লাশ স্থানীয়রা দেখতে পায়। বিষয়টি পুলিশকে অবগত করলে গোলাপগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) দেলোয়ার হোসেন একদল পুলিশ নিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
গোলাপগঞ্জ মডেল থানার ওসি একেএম ফজলুল হক শিবলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত লাশ সনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।
এদিকে রোববার (২৮ অক্টোবর) সকালে উপজেলার চৌঘরী এলাকার সুরমা নদীতে ভাসমান অবস্থায় আরেকটি অর্ধগলিত অজ্ঞাত লাশ উদ্ধার করে পুলিশ। পরে এ লাশটি পরিচয় না পেয়ে বেওয়ারিশ হিসেবে লাশটি দাফন করা হয়।