করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

দিরাইয়ে হাঁস নিয়ে সংঘর্ষে যুবক নিহত

  • সংবাদ প্রকাশের সময়: সোমবার, ২৯ অক্টোবর, ২০১৮

নিজস্ব প্রতিনিধি, সুনামগঞ্জঃ সুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের সেচণী গ্রামে হাওরে হাঁস চড়ানোকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে এরশাদ মিয়া (২৭) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে উভয়পক্ষের অর্ধশতাধিক লোক।

সে গ্রামের একাব্বর মিয়ার ছেলে।

সোমবার বেলা সাড়ে ৩টার দিকে গ্রামের আবুল কালাম ও আমিন আলীর লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, গ্রামের পার্শ্ববর্তী সরকারি জায়গায় হাঁস চড়ানোকে কেন্দ্র করে আমিন আলী ও আবুল কালামের লোকজনের মধ্যে কয়েক দিন ধরে বিরোধ চলে আসছে। এরই জের ধরে সোমবার বেলা সাড়ে ৩টার দিকে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই আমিন আলীর পক্ষের এরশাদ মিয়া নিহত হয়।

দিরাই থানার ওসি জানান, ঘটনাস্থলে আছি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ