• Youtube
  • English Version
  • বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০১:১৩ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

কুলাউড়ায় বিজিবির গুলিতে চোরাকারবারি নিহত

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি:  মৌলভীবাজারের কুলাউড়ায় বিজিবি’র গুলিতে বদরুল ইসলাম (২২) নামে এক চোরাকারবারি নিহত হয়েছেন। এ সময় ওই চোরাকারবারিদের কাছ থেকে ২ লাখ পিছ ভারতীয় নাসির বিড়ি উদ্ধার করেছে বিজিবি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোররাতে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের মনু নদে নির্মাণাধীন রাজাপুর ব্রিজের পার্শ্ববর্তী শুখনাভী চরে এ ঘটনা ঘটে। বদরুল হাজীপুর ইউনিয়নের দাউদপুর গ্রামের আত্তর আলীর ছেলে।

বিজিবি’র আলীনগর ক্যাম্পের কমান্ডার সুবেদার মোহাম্মদ আব্দুল কাদের বলেন, ভারত থেকে চোরাকারবারিরা নাসির বিড়ি নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে এমন গোপন খবরের ভিত্তিতে বিজিবি আগে থেকেই ঘটনাস্থলে ওৎ পেতে বসেছিল। ভোররাত সাড়ে ৩ টার দিকে চোরাকারবারিরা নৌকা যোগে বিড়ি নিয়ে ঘটনাস্থলে এসে নৌকা থেকে বিড়ি নামাচ্ছিল।

এসময় বিজিবি বাঁশি বাজালে তারা বিড়ি রেখে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা বিড়ি উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসতে চাইলে চোরাকারবারিরা তাদের দলবল নিয়ে এসে দেশিয় অস্ত্র দিয়ে বিজিবির ওপর হামলা করে বিড়িগুলো নিয়ে যেতে চায়। এমনকি ৫০ হাজার পিছ বিড়ি নিয়ে যায়। আত্মরক্ষার্থে বিজিবি ১ রাউন্ড গুলি করে। এতে নিহত হন বদরুল।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ