শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০৩:২৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি, সুনামগঞ্জ: পরিবহন ধর্মঘটের নামে দেশব্যাপী পরিবহন শ্রমিকদের নৈরাজ্য, সন্ত্রাস ও যাত্রী হয়রানির প্রতিবাদে সুনামগঞ্জ শহরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (২৯ অক্টোবর) দুপুর ১২টায় পৌর শহরের আলফাত স্কয়ার (ট্রাফিক পয়েন্ট) এলাকায় ‘যাত্রী সংহতি’র ব্যানারে এই মানববন্ধন হয়।
এতে বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজন অংশ নিয়ে শ্রমিকদের নৈরাজ্যের বিরুদ্ধে দেশব্যাপী প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘পরিবহন শ্রমিকেরা ধর্মঘটের নামে দেশের মানুষকে জিম্মি করে রেখেছেন। তারা সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছেন। শ্রমিকেরা রাস্তায় শিক্ষার্থী ও সাধারণ মানুষকে লাঞ্ছিত ও হয়রানি করছেন। সড়কে অ্যাম্বুলেন্স চলাচলে বাধা দিয়েছেন। এ কারণে রাস্তায় এক শিশুর মৃত্যু হয়েছে। এর দায় শ্রমিকদের নিতে হবে।’
বক্তারা বলেন, ‘শ্রমিকেরা রাস্তায় মানুষ হত্যার লাইসেন্স চায়। এই নৈরাজ্য চলতে দেওয়া যায় না। তাদের বর্বর কর্মকাণ্ডের বিরুদ্ধে দেশব্যাপী প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
বক্তারা আরও বলেন, শ্রমিকদের নৈরাজ্যের বিরুদ্ধে সরকারের মন্ত্রীরা শুধু হুশিয়ারি উচ্চারণ করছেন। মানুষ কথা নয়, কাজ চায়, পরিবহন সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা চায়। রাস্তায় যারা মানুষদের হয়রানি, লাঞ্ছিত করছে তাদের আইনের আওতায় আনতে হবে।
তরুণ কবি ও লেখক শামস শামীমের সঞ্চালনায় মানববন্ধনে স্বাগত বক্তব্য দেন যাত্রী সংহতির সংগঠক বিন্দু তালুকদার।
এ ছাড়াও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মালেক হুসেন পীর, জেলা খেলাঘর আসরের সভাপতি বিজন সেন রায়, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ইশতিয়াক শামীম, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য ফৌজি আরা বেগম, কবি ও লেখক সুখেন্দু সেন, কবি ইকবাল কাগজী, ডা. মোরশেদ আলম, জেলা কৃষক লীগের আহবায়ক আবদুল কাদির, অ্যাড. মাহবুবুল হাছান শাহীন, সাংবাদিক লতিফুর রহমান, এমরানুল হক চৌধুরী, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সবুজ কান্তি দাশ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রইসুজ্জামান প্রমুখ।