করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

২৮ দিনের রিমান্ডে শাহেদ

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ২৬ জুলাই, ২০২০

করাঙ্গীনিউজ ডেস্ক: করোনা চিকিৎসায় প্রতারণা ও জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান ও রিজেন্ট হাসপাতালের মালিক শাহেদ করিম ওরফে মোহাম্মদ শাহেদকে পৃথক চার মামলায় আরও ২৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৬ জুলাই) ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

এছাড়া রিজেন্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসুদ পারভেজেরও পৃথক তিন মামলায় ২১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে ১০ দিনের রিমান্ড শেষে শাহেদ ও মাসুদ পারভেজেকে আদালতে হাজির করে পুলিশ। তাদের ঢাকা সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। বেলা ১২টা ১০ মিনিটে তাকে আদালতে তোলা হয়।

শাহেদের চার মামলায় ১০ দিন করে ৪০ দিন ও মাসুদের তিন মামলায় ১০ দিন করে ৩০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু, সহকারী পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান, হেমায়েত উদ্দিন খান (হিরণ) আসামি সাহেদ ও মাসুদের রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন।

আসামিপক্ষে নাজমুল হোসেন, শাহ আলম, মো. মনিরুজ্জামান রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর রিমান্ডের আদেশ দেন। Welcome to Melbet – Your Ultimate Hub for Online Betting Excellence! Dive into a world of unparalleled sports excitement and casino thrills with Melbet. Our platform offers a seamless and exhilarating betting experience, boasting an extensive array of sports events, live betting options, and a diverse selection of casino games. From the heart-pounding action of live sports betting to the sophistication of virtual casinos, Melbet is your go-to destination for unbeatable entertainment. Explore our intuitive interface, competitive odds, and exclusive promotions to elevate your gaming journey.

গত ১৬ জুলাই শাহেদ ও মাসুদ পারভেজের ১০ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। এদিন ওই মামলায় রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন পুলিশ। একই আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

ওইদিন অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের দুই মামলায় শাহেদকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়া গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। সাড়ে ১২টার দিকে তাদের আদালত থেকে নিয়ে যাওয়া হয়।

গত ১৬ জুলাই প্রতারণার মামলায় শাহেদকে ১০ দিনের রিমান্ডে নেয় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।এরপর মঙ্গলবার (২১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শাহেদের মামলার তদন্তের দায়িত্ব র‌্যাবকে দেওয়া হয়।

গত ১৫ জুলাই বুধবার ভোরে সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয় শাহেদকে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ